নেপালে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭০০ ছাড়াল, এখনও ঘনঘন কাঁপছে নেপাল

Updated By: Apr 27, 2015, 06:19 PM IST
নেপালে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭০০ ছাড়াল, এখনও ঘনঘন কাঁপছে নেপাল

 

ওয়েব ডেস্ক: নেপালে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭০০ ছাড়াল। এপর্যন্ত মোট ৩ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। আহত হয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ। শুধুমাত্র কাঠমান্ডু উপত্যকাতেই মৃত্যু হয়েছে এক হাজার ৫৩ জনের।  এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে। বারবার আফটারশকে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

নেপালের হাসপাতালগুলিতে জরুরিভিত্তিতে আহতদের শুশ্রুষা করছেন চিকিত্সকেরা। ভূমিকম্পের জেরে সম্পূর্ণ বিদ্যুত্হীন কাঠমান্ডু শহর। প্রবল বৃষ্টিতে বন্ধ বিমানবন্দর। আটকে রয়েছেন বহু পর্যটক। প্লাস্টিকের তৈরি অস্থায়ী ছাউনিতে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। আবার আফটারশকের আতঙ্কে শঙ্কিত তাঁরা। ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে ত্রাণ এসে পৌছেছে নেপালে।

কাজ করছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। চারিদিকে ধ্বংসের ছবির মধ্যেই চলছে মৃতদের সত্কারের কাজ। এপর্যন্ত এক হাজার নশো ভারতীয়কে নেপাল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

.