বৈঠকে হিলারি ক্লিনটন, সু কি
হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠকের পর আং সান সু কি আশাবাদী, শীঘ্রই গণতন্ত্রের পথে ফিরবে মায়ানমার।
হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠকের পর আং সান সু কি আশাবাদী, শীঘ্রই গণতন্ত্রের পথে ফিরবে মায়ানমার। মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের ঐতিহাসিক মায়ানমার সফরের শেষ দিনে তিনি সু কি-র সাথে তাঁরই বাড়িতে দেখা করেন। এই বাড়িতেই দু`দশক ধরে গৃহবন্দি ছিলেন মায়ানমারের এই নোবেল জয়ী সমাজকর্মী।
দেশের রাজনীতিতে সংস্কার সাধনের জন্য তাঁর দল যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তিনি। তবে এই মর্মে যে আরো অনেক কিছুই করা প্রয়োজন, সে কথা উল্লেখ করে সু কি দেশের সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান। মায়ানমারে গণতন্ত্র ফেরানোর জন্য সু কি এবং ক্লিন্টন একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পরস্পরকে।
প্রসঙ্গত, ৫০ বছরের মধ্যে এই প্রথম কোনও মার্কিন বিদেশ সচিব মায়ানমার এ পা রাখলেন। রাজনৈতিক মহল এই সফরকে সেই কারণেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।