মহরমের জন্য রাম নবমী পালন করলেন না পাকিস্তানের হিন্দুরা!
ওয়েব ডেস্ক: এবার রাম নবমী উৎসব পালন করতে পারলেন না পাকিস্তানের হিন্দুরা। মহরমের দিনে যোগাযোগ পরিষেবার অভাবেই এবার রাম নবমী 'বয়কট' করতে বাধ্য হলেন করাচি হিন্দু কমিউনিটি। "একটা বড় সংখ্যার মানুষ রাম নবমী উৎসবে সামিল হতেন। প্রতি বছর আমরা আড়ম্বর এবং নিষ্ঠার সঙ্গেই রাম নবমী পালন করতাম। তবে এবার আমরা রাম নবমী পালন করিনি। মহরমের কারণে পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই রাম নবমী পালন না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মহরমের দিন রাস্তা ঘাট বন্ধ থাকে, অনেকেই রাম লীলা দেখতে আসতেও পারবেন না। তাই এবার ৫০ ফুটের 'রাবণ বধ' হয়নি", মন্তব্য স্বামী নারায়ণ সেবা মণ্ডলের সহ সভাপতি কিশন লালের।
Hindu Community Cancels Ram Leela play out Respect for #Muharram Respect for our Hindu brothers & sisters. #Pakistan Minority's @fispahani pic.twitter.com/TuWGvF7KSX
— Salman Khan (@salmanbelieve) October 11, 2016
তিনি আরও জানান, "রাম নবমী পালন না করার জন্য আমাদের কেউ বাধ্য করেননি, এটা ঠিকই। তবে যোগাযোগের বিষয়টাও ভেবে দেখতে হবে। ওরা (মুসলিম) আমাদের ভাতৃসম। আমরা দুজনই অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল"।