হোয়াংহোর রোষে প্রমাদ গুণছে চিন
অতিবৃষ্টিতে ফুঁসছে হোয়াংহো নদী। চিনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হুকোউকে ছাপিয়ে বইছে নদীর জল। বন্যার আশঙ্কায় প্রহর গুনছে উত্তর পশ্চিম চিনের দুই প্রদেশের প্রশাসন।
অতিবৃষ্টিতে ফুঁসছে হোয়াংহো নদী। চিনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হুকোউকে ছাপিয়ে বইছে নদীর জল। বন্যার আশঙ্কায় প্রহর গুনছে উত্তর পশ্চিম চিনের দুই প্রদেশের প্রশাসন।
প্রাচীন কাল থেকেই চিন দেশে দ্বৈত ভূমিকায় হোয়াংহো নদী। শুখা মরশুমে এই নদীর জলে থাকত শস্যের আশ্বাস। তাই নদীকে মা হিসেবে বর্ণনা করা হয়েছে চিনের প্রাচীন সাহিত্যে। আবার বর্ষাকালে দুকুল ছাপিয়ে এই নদীই বয়ে আনত বিপর্যয়। হোয়াংহো তখন হয়ে যেত দুঃখের নদী। ২০১৩ সালেও হোয়াংহো নদীর এই দ্বৈত ভূমিকা বদলায়নি। অতিবৃষ্টিতে ফুঁসছে হোয়াংহো। চিনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হুকোউকে ছাপিয়ে বইছে হোয়াংহোর জল। নদীর এই রুদ্ররূপ দেখে আশঙ্কিত উত্তর পশ্চিম চিনের দুটি প্রদেশের প্রশাসন।
অতিবৃষ্টি বন্ধ না হলে বন্যার আশঙ্কা উড়িয়ে দেয়নি আবহাওয়া দফতর।