ব্রিটেনে Covid সংক্রমণ তুঙ্গে, প্রজাতন্ত্র দিবসে ভারত সফর বাতিল করলেন Boris Johnson
এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: করোনার নতুন প্রজাতির সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারন করেছে ব্রিটেনে। বাধ্য হয়েই সেখানে নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর তার পরেই আগামী ২৬ জানুযারি তাঁর ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson)।
আরও পড়ুন-Laxmi-র ইস্তফা গ্রহণ করলেন রাজ্যপাল, Arup Biswas পেলেন দফতরের দায়িত্ব
এবার প্রজাতন্ত্র দিবসে(Republic Day) প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বরিস জনসনের(Boris Johnson)দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,'প্রধানমন্ত্রী আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে ফোনে কথা বলেছেন। এমাসের শেষে তাঁর ভারত সফরে যাওয়ার কথা ছিল। সেই সফরে যেতে না পারার কথা তিনি মোদী(Narendra Modi)কে জানিয়েছেন।'
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'গত রাতেই দেশে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। যেভাবে দেশে নতুন প্রজাতির করোনা ছড়াচ্ছে তাতে প্রধানমন্ত্রী মনে করছেন এই পরিস্থিতিতে তাঁর দেশেই থাকা উচিত।'
আরও পড়ুন-প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় TET উত্তীর্ণদের জন্য নয়া নির্দেশ হাইকোর্টের
ডিসেম্বরের শেষে একদিনে ব্রিটেনে(UK) করোনা আক্রান্ত হয়েছেন ৮০,০০০ মানুষ। এই পরিস্থিতি রোখা না গেলে ভয়ঙ্কর অবস্থার দিকে চলে যাবে গোটা দেশ। দেশজুড়ে ফের লকডাউন(Lockdown) ঘোষণার এমনটাই বলেছেন বরিস জনসন। অন্যদিকে, ভারতে এখনও পর্যন্ত নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হয়েচেন ৫৮ জন। ফলে আতঙ্ক বাড়ছে ভারতেও।