আকাশে তৈরি হওয়া বরফের কারণেই ভেঙে পড়েছিল এয়ার এশিয়ার বিমান!

সম্ভবত আকাশে তৈরি হওয়া বরফের কারণেই ভেঙে পড়েছিল এয়ার এশিয়ার বিমানটি। আজ এমনটাই জানালো ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর। আকাশে একটি নির্দিষ্ট উচ্চতার পর মেঘ থেকে বরফ তৈরি হয়। আর তার মধ্যে বিমান আটকে গেলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সাতদিন আগে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝ আকাশে হারিয়ে যায় বিমানটি। বিমানে ক্রু-সহ ১৬২ জন যাত্রী ছিলেন।

Updated By: Jan 4, 2015, 03:07 PM IST
আকাশে তৈরি হওয়া বরফের কারণেই ভেঙে পড়েছিল এয়ার এশিয়ার বিমান!

ওয়েব ডেস্ক: সম্ভবত আকাশে তৈরি হওয়া বরফের কারণেই ভেঙে পড়েছিল এয়ার এশিয়ার বিমানটি। আজ এমনটাই জানালো ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর। আকাশে একটি নির্দিষ্ট উচ্চতার পর মেঘ থেকে বরফ তৈরি হয়। আর তার মধ্যে বিমান আটকে গেলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সাতদিন আগে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝ আকাশে হারিয়ে যায় বিমানটি। বিমানে ক্রু-সহ ১৬২ জন যাত্রী ছিলেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের অনুমান, খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার এশিয়ার বিমান। যদিও ব্ল্যাক বক্স না মেলা পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

.