ম্যানহাটনের চেলসিতে IED বিস্ফোরণ; আহত অন্তত ২৬

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ম্যানহাটনের চেলসি এলাকা। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ টুয়েন্টি থ্রার্ড স্ট্রিটের সেভেনথ অ্যাভিনিউ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাঁচ। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন জনতা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও দমকলের কর্মীরা। উদ্ধার করা হয় আহতদের। চিকিত্‍সার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Updated By: Sep 18, 2016, 09:55 AM IST
ম্যানহাটনের চেলসিতে IED বিস্ফোরণ; আহত অন্তত ২৬

ওয়েব ডেস্ক : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ম্যানহাটনের চেলসি এলাকা। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ টুয়েন্টি থ্রার্ড স্ট্রিটের সেভেনথ অ্যাভিনিউ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাঁচ। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন জনতা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও দমকলের কর্মীরা। উদ্ধার করা হয় আহতদের। চিকিত্‍সার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন- ফের রক্তমাখা পাকিস্তান, এবার পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ

মনে করা হচ্ছে, রাস্তার ধারে আর্বজনার স্তূপের মধ্যে রেখে দেওয়া  IED থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে সেই সময় এলাকায় মানুষের ভিড় তেমন ছিল না। তাই বড় ধরনের ঘটনা এড়ানো গেছে।  গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিস ও দমকল। এই বিস্ফোরণের পিছনে কোনও নাশকতার ছক আছে কি  না খতিয়ে দেখা হচ্ছে।

.