Imran Khan Arrested: পাক সেনা আধিকারিকের বাড়িতে লুঠপাট, জনতা নিয়ে গেল চিকেন কোর্মা-স্ট্রবেরি-জ্যান্ত মুরগি
পেশওয়ারে রেডিও পাকিস্তানের অফিসে আগুন ধরিয়ে দেয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। করাচি, ফইসলাবাদ, গুজরানওয়ালা, মুলতান, মরদানেও ছড়িয়ে পড়ে অশান্তি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমরান খানের গ্রেফতারের পর রাস্তায় নেমে তোলপাড় করছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থকরা। কোনও সেনা সদরে হামলা চালানো হয়েছে, কোথাও পুলিসের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কোথাও সরকারি সম্পতিতে হামলা চালিয়েছে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পঞ্জাবে সেনা নামানো হয়েছে। এই গোলামালের মধ্য়ে সেনা কর্মীদের বাড়ি থেকে খাবারদাবার পর্যন্ত লুঠ করে নিয়ে গিয়েছেন ইমরান সমর্থকরা। সে রকমই কিছু ভিডিয়ো সামনে এসেছে। দেথা যাচ্ছে কারও হাতে স্ট্রবেরি, কারও হাতে কোর্মা, কেই নিয়ে যাচ্ছেন কোল্ড ড্রিংসের বোতল।
আরও পড়ুন-হাসপাতালে পায়ের ক্ষতের ড্রেসিং করছিলেন তরুণী চিকিত্সক, তাঁকেই কুপিয়ে খুন করল যুবক
গতকাল ইমরান খান গ্রেফতার হওয়ার পরই লাহোরে সেনা সদরে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। মহিলা-পুরুষ সমর্খরা লাঠি, পাথর, রড নিয়ে চড়াও হয়ে তার ভাঙচুর লাহোরের কর্প কমান্ডারের বাসভবনে। আগুন ধরিয়ে দেওয়া হয়ে কমান্ডারের বাসভবনে। তার মধ্যে দেখা যায় কিচেনে ঢুকে লুঠে নিয়ে যাচ্ছে খাবারদাবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেইসব ভিডিয়ো। তবে সেইসব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এক ব্যক্তি নিয়ে যাচ্ছে চিকেন কোর্মা ও একটি ঠান্ডা পানীয়র বড়সড় বোতল। বলেছেন, এসব ডাকাতদের মাল। বাড়িতে কুকুর আছে। ওর জন্য নিয়ে যাচ্ছি। সঙ্গে ঢ্যাঁরশের তরকারিও আছে।
Pakistani to ekdam next level loot macha rahe hai pic.twitter.com/SlJ3wzkqvx
— Raja Babu (@GaurangBhardwa1) May 10, 2023
#EXCLUSIVE: #PTI protestors enjoying strawberries they looted from refrigerator of corps commander #Lahore’s house. pic.twitter.com/b89LP2Tocr
— Asad Ali Toor (@AsadAToor) May 9, 2023
এক মহিলা পিটিআই সমর্থক তুলে এনেছেন একটি স্যালাডভর্তি একটি টিফিন বক্স। এক ব্যক্তি ব্যাগ পুরছেন টমেটো ক্যাচাপ। এক কিশোর পেয়েছেন দইয়ের কৌটো। এক যুবক আর নিয়ে যাচছে জ্যান্ত মুরগি। এক মুখ ঢাকা যুবক নিয়ে যাচ্ছেন এক প্যাকেট ফল। তার সঙ্গের ব্যক্তি পেয়েছে এক প্যাকেট স্ট্রবেরি। এক মহিলা আবার ইংরেজিতে বলেছেন কোর কমান্ডারের ফ্রিজ থেকে তিনি পেয়েছেন স্ট্রবেরি। তিনি তা আমেজ করে খাচ্ছেন ক্যামেরার সামনেই। অনেকের হাতে দেখা যাচ্ছে খাবার।
LAHORE CROWDS ATTACK CORPS COMMANDER HOUSE AFTER IMRAN KHAN ARREST. pic.twitter.com/7L1WAP9Zd6
— SHAHEEN SEHBAI (@SSEHBAI1) May 9, 2023
ইমরানের গ্রেফতারের পরই লাহোরে সেনাবাহিনীর সদর দফতরের সামনে জড়ো হয় বিশাল জনতা। শুরু হয় পাথর নিক্ষেপ। এরপর জোর করে সদর দফতরে ঢুকে পড়ে প্রচুর মানুষ। এক পিটিআই সমর্থকের দাবি, আইএসআই-এর সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানোর সময়ে ২ বিক্ষোভকারীকে গুলি করে মেরেছে নিরাপত্তারক্ষীরা। মিঞাওয়ালি বায়ুসেনা ঘাঁটির সামনে একটি নকল বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অশান্তি ছড়ায় পেশওয়ারেও। সেখাানে রেডিও পাকিস্তানের অফিসে আগুন ধরিয়ে দেয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। করাচি, ফইসলাবাদ, গুজরানওয়ালা, মুলতান, মরদানেও ছড়িয়ে পড়ে অশান্তি। রাওয়ালপিন্ডিতে সেনা সদরে হামলা চালায় ক্ষুব্ধ মানুষজন। তবে সংযমের পরিচয় দেয় সেনা। ফলে বড়সড় কোনও অশান্তি হয়নি। রাওয়ালপিন্ডি ও করাচিতে পুলিসের উপরে হামলা চালায় বিক্ষোভকারীরা। গ্রেফতারের আগে ইমরান খান আঙুল তুলেছেন সেনা ও আইএসআইয়ের দিকে। এমনকি এক ব্রিগেডিয়ার জেনারেলের নেতত্বে তাঁকে ২ বার খুলের চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন।