ভারতের উন্নয়ন এশিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে: নরেন্দ্র মোদী

মঙ্গলবার এশিয়ার দেশগুলির একতার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন বিশ্বকে নতুন এক দিশা দেখাতে এবং বিশ্বের শাসন ব্যবস্থাকে সংশোধন করতে এশিয়ার দেশগুলির উচিৎ একযোগে কাজ করা। এ বিষয়ে তিনি রাষ্ট্রপুঞ্জের সাহায্য প্রার্থনা করেছেন।

Updated By: May 19, 2015, 09:45 AM IST
ভারতের উন্নয়ন এশিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে: নরেন্দ্র মোদী

সিওল: মঙ্গলবার এশিয়ার দেশগুলির একতার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন বিশ্বকে নতুন এক দিশা দেখাতে এবং বিশ্বের শাসন ব্যবস্থাকে সংশোধন করতে এশিয়ার দেশগুলির উচিৎ একযোগে কাজ করা। এ বিষয়ে তিনি রাষ্ট্রপুঞ্জের সাহায্য প্রার্থনা করেছেন।

''যদি এশিয়া এক সঙ্গে উন্নতির লক্ষ্যে এগোয়, তাহলে এ মহাদেশে প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদ দূর হবে।'' দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ষষ্ঠ এশিয়া লিডারশিপ কনফারেন্সে এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শত্রুতা ভুলে এশিয়ার দেশগুলির উচিৎ নিজেদের ঐতিহ্য ও যুবশক্তিকে কাজে লাগিয়ে এক উদ্দেশ্যে সামনে এগিয়ে চলা। মত মোদীর।

তিনি বলেছেন 'এশিয়ার একতা পৃথিবীর গঠনে কার্যকরী হবে।' এর সঙ্গেই তিনি যোগ করেছেন ভারত এশিয়ার সমস্ত দেশগুলির মধ্যে সমৃদ্ধি ভাগ করে নেওয়ার পক্ষপাতী, যেখানে একটি দেশের সাফল্য অনান্য দেশের শক্তি বৃদ্ধি করবে। এশিয়ার পুনরুত্থান এই যুগের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য।

মোদী বলেছেন ভারতের অগ্রগতি সমগ্র এশিয়ার সাফল্যের নিদর্শন। এই সাফল্য এই মহাদেশের স্বপ্নকে বৃহত্তর বাস্তবের রূপ দেবে।

 

.