ভারতের চালে উপমহাদেশে এবার একঘরে হওয়ার পথে পাকিস্তান!
ভারতের কূটনৈতিক চালে, উপমহাদেশে এবার একঘরে হওয়ার পথে পাকিস্তান। নভেম্বরে ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করেছে ভারত। গতকালই ভারতের তরফে এই সামিট বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়। এবার এই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটানও।
ওয়েব ডেস্ক : ভারতের কূটনৈতিক চালে, উপমহাদেশে এবার একঘরে হওয়ার পথে পাকিস্তান। নভেম্বরে ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করেছে ভারত। গতকালই ভারতের তরফে এই সামিট বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়। এবার এই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটানও।
সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে বাকি থাকছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা। ইতিমধ্যে নেপালের সঙ্গেও কথা হয়েছে ভারতের। ভারত সহ একাধিক দেশ বয়কট করায় ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন ভেস্তে যাওয়ার পথে। প্রশ্ন উঠছে, কূটনীতির এই দাওয়াইয়ে কি আদৌ দমবে পাকিস্তান?