ভারত-পাক সম্পর্কে আশার আলো দেখছেন মনমোহন

নওয়াজ শরিফ পাকিস্তানের মসনদে বসার পর ভারত-পাক সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করায় আশাবাদী প্রধানমন্ত্রী মনমোহন সিং। শান্তিপূর্ণ পক্রিয়ার সমস্ত সমস্যা নিরসনের পক্ষেই সায় দিয়েছেন মনমোহন সিং।

Updated By: May 31, 2013, 07:25 PM IST

নওয়াজ শরিফ পাকিস্তানের মসনদে বসার পর ভারত-পাক সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করায় আশাবাদী প্রধানমন্ত্রী মনমোহন সিং। শান্তিপূর্ণ পক্রিয়ার সমস্ত সমস্যা নিরসনের পক্ষেই সায় দিয়েছেন মনমোহন সিং।
শুক্রবার জাপান সফর সেরে দেশে ফেরার পথে সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি আরও জানিয়েছেন, নওয়াজ প্রধানমন্ত্রী হওয়ার পর মনমোহন সিংকে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। নওয়াজকেও ভারতে আসার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে কবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, দু`দেশের মধ্যে সমস্যা যে সুষ্ঠুভাবে সমাধান করতে চায় দু`পক্ষ, তারই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন মনমোহন সিং।

.