আসন্ন সার্ক সম্মেলনে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ফের একবার আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। মলদ্বীপে আসন্ন সার্ক সম্মেলনের ফাঁকে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা।

Updated By: Nov 8, 2011, 02:57 PM IST

কাশ্মীর ইস্যুতে ফের একবার আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। মলদ্বীপে আসন্ন সার্ক সম্মেলনের ফাঁকে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ এবং উপত্যকায় স্বায়ত্তশাসনের প্রকৃতি ঠিক করতে বিচারবিভাগীয় কমিশন গঠনের বিষয়ে আলোচনা হতে পারে। সার্ক সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীদের মধ্যেও বৈঠকের কথা আছে। পাশাপাশি ভারতকে বাণিজ্য ক্ষেত্রে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র ঘোষণার ব্যাপারেও সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে। শর্ম অল শেখ, থিম্পুর পর এবার মলদ্বীপ। দ্বিপাক্ষিক শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে ফের একবার আলোচনার টেবিলে বসতে চলেছেন মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি। বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, ওই বৈঠকে দুদেশের মধ্যে বকেয়া অন্য সব ইস্যুর সঙ্গে কাশ্মীর নিয়েও আলোচনা হবে। কাশ্মীরে স্বায়ত্তশাসনের প্রকৃতি ঠিক করতে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। মনমোহন-গিলানি বৈঠকে সেই প্রসঙ্গেও কথা হবে বলে অনুমান। ভারতকে বিশেষ সুবিধাপ্রাপ্ত মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরীণ জটিলতা এখনও কাটেনি। নীতিগতভাবে রাজি হলেও, ঘরোয়া চাপের মুখে প্রকাশ্যে এখনও বিষয়টি স্বীকার করতে নারাজ ইসলামাবাদ। কিন্তু মলদ্বীপে দ্বিপাক্ষিক বৈঠক হলে গিলানি পাক সেনা, গুপ্তচর সংস্থা ও কট্টরপন্থীদের অন্তত এটুকু বোঝাতে পারবেন যে কাশ্মীর ইস্যুতে ফের আলোচনায় ফেরা গেছে। গিলানির তরফ থেকে এই বৈঠক ঘিরে আগ্রহের মূল কারণ, তিনি কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে ঘরোয়া রাজনীতিকে নিজের জমি শক্ত করতে চাইছেন। অন্যদিকে দুর্নীতি, মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে জেরবার প্রধানমন্ত্রী মনমোহন সিং দুহাজার চোদ্দর সাধারণ নির্বাচনের আগে ভারত-পাক মৈত্রীকে একটা বড় ইস্যুতে হিসেবে তুলে ধরতে চাইছেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পরই দুদেশের বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীদের মধ্যেও বৈঠকের কথা আছে। মন্ত্রীস্তরের বৈঠকগুলিতে মুলত বাণিজ্য, পর্যটন, ভিসা ব্যবস্থাসহ একাধিক ইস্যুতে জটিলতা কাটাতে উদ্যোগ নেওয়া হবে বলে অনুমান। মৈত্রীর পরিবেশ অটুট রাখতেই সম্ভবত আগামী বছর পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে মলদ্বীপে এগারোই নভেম্বরের বৈঠকে কতটা অগ্রগতি হয়, তারওপরই অনেকটা নির্ভর করছে ভারক-পাক সম্পর্কের গতি।

.