গুজরাত উপকূলে আটক পাকিস্তানের ২ পরিত্যক্ত ট্রলার

গুজরাত উপকূলে পাকিস্তানের দুটি পরিত্যক্ত ট্রলার আটক ।  সকালে স্যর ক্রিকের হারামি নালার কাছে ট্রলার দুটি আটক করে বিএসএফের জওয়ানরা। নৌকাদুটিতে কোনও সন্দেহভাজন ভারতে ঢুকেছে কিনা , তার হদিশ পেতে  উপকূলবর্তী গ্রামগুলিতে চলছে জোর তল্লাশি। ২০০৮-এ মুম্বই হামলার মূল চক্রী  আজমল কসাভ ও তাঁর সঙ্গীরা গুজরাত হয়েই দেশে ঢুকেছিল। সেক্ষেত্রে নাশকতার ছকেই উপকূল হয়ে দেশে ঢুকে পার জঙ্গি সংগঠনের কেউ বা কারা। এমনটাই মনে করছেন গোয়েন্দারা।

Updated By: Dec 1, 2015, 04:56 PM IST
গুজরাত উপকূলে আটক পাকিস্তানের ২ পরিত্যক্ত ট্রলার

ওয়েব ডেস্ক: গুজরাত উপকূলে পাকিস্তানের দুটি পরিত্যক্ত ট্রলার আটক ।  সকালে স্যর ক্রিকের হারামি নালার কাছে ট্রলার দুটি আটক করে বিএসএফের জওয়ানরা। নৌকাদুটিতে কোনও সন্দেহভাজন ভারতে ঢুকেছে কিনা , তার হদিশ পেতে  উপকূলবর্তী গ্রামগুলিতে চলছে জোর তল্লাশি। ২০০৮-এ মুম্বই হামলার মূল চক্রী  আজমল কসাভ ও তাঁর সঙ্গীরা গুজরাত হয়েই দেশে ঢুকেছিল। সেক্ষেত্রে নাশকতার ছকেই উপকূল হয়ে দেশে ঢুকে পার জঙ্গি সংগঠনের কেউ বা কারা। এমনটাই মনে করছেন গোয়েন্দারা।

উল্লেখ্য পাক গুপ্তচর সংস্থা ISI-এর তিন এজেন্টকে বন্দি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। যা নিয়ে ইতিমধ্যেই ভারত-পাক বৈদেশিক সম্পর্কে বাড়ছে উত্তাপ আঁচ।

.