রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভোট দিল ভারত

আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষ পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবের পক্ষেই ভোট দিল ভারত। বৃহস্পতিবার জেনিভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত সহ ২৪টি দেশ। চিন, রাশিয়া সহ বিপক্ষে ১৫টি দেশ। ভোটাভুটিতে অংশ নেয়নি ৮টি দেশ।
এদিন জেনিভায় ভোটের পরে ২০০৯ সালে এলটিটিই দমনের নামে তামিল নিধন ইস্যুতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হল শ্রীলঙ্কা। তবে মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাব খারিজ করে রাষ্ট্রসঙ্ঘের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ রাজাপক্ষে সরকারের।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার সংসদে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ''শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ব্যাপারে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গীর সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব যদি সঙ্গতিপূর্ণ হয়, তবে তা সমর্থন করতে কোনও অসুবিধে নেই।'' রাজনৈতিক মহলের মতে, ঘরোয়া রাজনীতির চাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পক্ষে ভোট দিয়েছে ভারত। কারণ ইউপিএ শরিক ডিএমকে হুমকি দিয়েছিল, রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিপক্ষে ভারত ভোট দিলে, সরকার থেকে বেরিয়ে আসবে তারা। মানবাধিকার কমিশনগুলি দাবি, তামিল টাইগারদের দমনের নামে ২০০৮-এ শুরু করা যুদ্ধের শেষ মাসে ৪০,০০০ তামিলকেহত্যা করেছে শ্রীলঙ্কা ফৌজ।

English Title: 
India votes against Sri Lanka; resolution adopted
Home Title: 

রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভোট দিল ভারত

No
4106
Is Blog?: 
No