পোষাক নিয়ে মন্তব্য ঘিরে বিবাদ, নিউজিল্যান্ডে প্রাণ হারালেন অনাবাসী ভারতীয় শিক্ষক
পোশাক নিয়ে মন্তব্য, ভুল বোঝাবুঝি। তারই জেরে নিউজিল্যান্ডে বেঘোরে প্রাণ হারাতে হল অনাবাসী ভারতীয় শিক্ষককে। তরুণ শিক্ষককের মৃত্যু ঘিরে বিতর্ক দানা বাঁধছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে।
পোশাক নিয়ে মন্তব্য, ভুল বোঝাবুঝি। তারই জেরে নিউজিল্যান্ডে বেঘোরে প্রাণ হারাতে হল অনাবাসী ভারতীয় শিক্ষককে। তরুণ শিক্ষককের মৃত্যু ঘিরে বিতর্ক দানা বাঁধছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে।
তরুণ আস্থানা। দু`চোখে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন নিউজিল্যান্ডে। রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করে চালাতেন পড়াশোনার খরচ। শনিবার রাতে স্থানীয় একটি নাইট ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন তরুণ। সঙ্গে ছিল বন্ধুরা। বাড়ির কাছাকাছি রেস্তোরাঁর সামনে এক মহিলার পোশাকের প্রশংসা করেন তরুণ। কিন্তু, ভুল বোঝেন ওই মহিলা। মহিলার সঙ্গীর সঙ্গে বচসা বেধে যায় তরুণের। এরপরই তরুণের মুখে সপাটে ঘুসি চালিয়ে দেয় গ্রেনভিল ম্যাকফারল্যান্ড নামে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তরুণ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয় তাঁকে। সোমবার সকালে তরুণের মৃত্যু হয়।
ঘটনায় মূল অভিযুক্ত ম্যাকফারল্যান্ডকে শনিবারই গ্রেফতার করে পুলিস। সোমবার তাঁর জামিনের মঞ্জুর করেছে অকল্যান্ড জেলা আদালত। সোমবার তরুণের মৃত্যুর পর নতুন করে মামলা দায়ের হয়েছে ম্যাকফারল্যান্ডের বিরুদ্ধে।