স্বামীদের থেকে বেশি শিক্ষিত, অধিক রোজগারকারী ভারতীয় মহিলারাই বেশি পারিবারিক হিংসার শিকার

স্বামীর ওপর আর্থিক ভাবে নির্ভরশীল হয়ে জীবন কাটানোর দিন এখন শেষ। অনেক মহিলাই এখন আর্থিক ভাবে স্বনির্ভর। অনেকে আবার সংসারের সিংহভাগ খরচাও নিজের কাঁধেই তুলে নেন। কিন্তু সেখানেও রয়েছে ঝুঁকি। সমীক্ষা বলছে, যেইসব ভারতীয় মহিলারা স্বামীর থেকে বেশি রোজগার করেন, তাঁরাই বেশি পারিবারিক হিংসার কবলে পড়েন।

Updated By: Mar 27, 2014, 07:42 PM IST

স্বামীর ওপর আর্থিক ভাবে নির্ভরশীল হয়ে জীবন কাটানোর দিন এখন শেষ। অনেক মহিলাই এখন আর্থিক ভাবে স্বনির্ভর। অনেকে আবার সংসারের সিংহভাগ খরচাও নিজের কাঁধেই তুলে নেন। কিন্তু সেখানেও রয়েছে ঝুঁকি। সমীক্ষা বলছে, যেইসব ভারতীয় মহিলারা স্বামীর থেকে বেশি রোজগার করেন, তাঁরাই বেশি পারিবারিক হিংসার কবলে পড়েন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটি সমীক্ষা চালিয়েছিল ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে ১৫-৪৯ বছরের মহিলাদের ওপরে। প্রশ্ন করা হয়েছিল তাঁদের স্থায়ী চাকরি, অন্যান্য রোজগারের সংস্থান এবং অর্থের ওপর নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে। দেখা গিয়েছে যেইসব মহিলারা স্বামীদের থেকে কম শিক্ষিত তাঁদের তুলনায় যাঁরা স্বামীর থেকে বেশি শিক্ষিত, তাঁদের জীবনে পারিবারিক হিংসার শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি। স্বামীদের থেকে অধিক শিক্ষিত মহিলারা অন্যদের থেকে ১.৫৪ গুণ বেশি অত্যাচারের শিকার হন।

ঠিক সেভাবেই যাঁরা স্বামীদের থেকে বেশি রোজগার করেন বা পরিবারের একমাত্র রোজগেরে মানুষ তাঁরা অন্যদের তুলনায় ২.৪৪ গুণ বেশি আক্রান্ত হন। সমীক্ষাটি পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিভিউ নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

.