৫৪ জন যাত্রী নিয়ে আকাশে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান
মালয়েশিয়ার বিমানের পর এবার ইন্দোনেশিয়ার। MH370-এর পর এবার Trigana Air ATR 42 (Trigana Air হল ইন্দোনেশিয়ার বিমান সংস্থা)। ফের আকাশে নিখোঁজ হয়ে গেল বিমান। ইন্দোনেশিয়ার এই বিমানে ৫৪ জন যাত্রী ও বিমানকর্মী রয়েছে। যাদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন শিশু ও পাঁচজন বিমানকর্মী আছে।
ওয়েব ডেস্ক: মালয়েশিয়ার বিমানের পর এবার ইন্দোনেশিয়ার। MH370-এর পর এবার Trigana Air ATR 42 (Trigana Air হল ইন্দোনেশিয়ার বিমান সংস্থা)। ফের আকাশে নিখোঁজ হয়ে গেল বিমান। ইন্দোনেশিয়ার এই বিমানে ৫৪ জন যাত্রী ও বিমানকর্মী রয়েছে। যাদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন শিশু ও পাঁচজন বিমানকর্মী আছে।
পাপুয়া-র রাজধানী জয়াপুরা বিমানবন্দর থেকে ওসসিবিলে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় ইন্দোনেশিয়ার বিমান Air ATR 42। ৪৫ মিনিটের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু জয়াপুরা থেকে ছাড়ার আধ ঘণ্টা পর বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার জন্য বিমানটির খোঁজে সেভাবে শুরু করা যায়নি। যে জায়গায় বিমানটি হারিয়ে গিয়েছে, সেই এলাকায় পাহাড়-পর্বতে ঢাকা।