আজ ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে, কাগজ-পেন্সিল নিন আর এঁকে ফেলুন মনের মতো ছবি

আজ ২৫ অক্টোবর। ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে বা আন্তর্জাতিক চিত্রশিল্পী দিবস।

Updated By: Oct 25, 2015, 03:36 PM IST
 আজ ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে, কাগজ-পেন্সিল নিন আর এঁকে ফেলুন মনের মতো ছবি

ওয়েব ডেস্ক: আজ ২৫ অক্টোবর। ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে বা আন্তর্জাতিক চিত্রশিল্পী দিবস।
হ্যাঁ, পৃথিবীর একেবারে আদি থেকে মানুষ আমাদের কিন্তু কিছু বলে যেতে পারেনিন। কিছু লিখে যেতে পারেননি। মানুষ পেরেছে নিজের মনের কথা বা ভাবনা এঁকে যেতে।ছবিই আমাদের পুরোনোকে জানিয়েছে।
আজ পৃথিবীজুড়েই পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল আর্টিস্ট ডে। আঁকার থেকে মজার আর কিছু আছে নাকি!
এই দিনটা পালন করা শুরু করেছিলেন কানাডিয়ান চিত্রশিল্পী ক্রিস ম্যাকক্লার। যিনি রোম্যান্টিক রিয়ালিস্ট আঁকা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।
তাহলে কীভাবে পালন করবেন আজকের দিনটা? কী আবার এখনই একটা কাগজ পেন্সিল নিন, আর ঝপ করে এঁকে ফেলুন, মন যা চায়! নিজে আঁকুন আর পাশের শিল্পীকে আঁকতে উত্‍সাহ দিন। তাহলেই পৃথিবীটা হয়ে যাবে ছবির মতো সুন্দর।

.