এক আইফোন প্রাণ বাঁচিয়ে দিল বন্দুকবাজের হাত থেকে!

Updated By: Oct 6, 2017, 04:23 PM IST
এক আইফোন প্রাণ বাঁচিয়ে দিল বন্দুকবাজের হাত থেকে!

ওয়েব ডেস্ক : লাস ভেগাসের রাস্তায় তখন চাপ চাপ রক্ত। সন্ত্রাসের আতঙ্কে সবাই দিকবিদিক ছুঠছে। বন্দুকবাজের তাণ্ডবে তখন ত্রাহি ত্রাহি রব। এসবের মাঝেই এক মহিলা শুধুমাত্র প্রাণে বেঁচে গেলেন একটিমাত্র আইফোনের জন্য।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বুলেটের আঘাতে সোনালি আইফোনের ফেটে চূরমার। কিন্তু প্রাণে বেঁচে গেছেন ওই মহিলা। তবে ওই মহিলার পরিচয় সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে পালানোর সময় ফোনটি এক ক্যাব ড্রাইভারকে দেখান ওই মহিলা। তাতেই সামনে আসে গোটা ঘটনাটি।

লাস ভেগাসের ক্যাসিনোয় হামলা চালায় ৬৪ বছর বয়সী বন্দুকবাজ স্টিফেন প্যাডক। প্রাণ হারান কমপক্ষে ৫৯ জন। আহত হন কমপক্ষে ৫২৭ জন।

আরও পড়ুন, আটকে গেল সোনার চলমান সিঁড়ি, সৌদির রাজা কী করলেন এরপর?

.