Israeli Airstrike: ইজরায়েলি হামলায় নিহত ইসলামিক জিহাদ কম্যান্ডার, মৃতের সংখ্যা বাড়ছে

আল-কায়দা ব্রিগেড অফ ইসলামিক জিহাদ রবিবার নিশ্চিত করে জানিয়েছে যে, দক্ষিণ গাজার রাফাহ শহরে যে এয়ার স্ট্রাইক ঘটেছে তার জেরে খালেদ মনসুর নামের এক কম্যান্ডার-সহ মারা গিয়েছেন আরও দুই সঙ্গী। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশুও। দু'দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪।

Updated By: Aug 7, 2022, 03:18 PM IST
Israeli Airstrike: ইজরায়েলি হামলায় নিহত ইসলামিক জিহাদ কম্যান্ডার, মৃতের সংখ্যা বাড়ছে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আল-কায়দা ব্রিগেড অফ ইসলামিক জিহাদ রবিবার নিশ্চিত করে জানিয়েছে যে, দক্ষিণ গাজার রাফাহ শহরে যে এয়ার স্ট্রাইক ঘটেছে তার জেরে খালেদ মনসুর নামের এক কম্যান্ডার-সহ মারা গিয়েছেন আরও দুই সঙ্গী। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশুও। দু'দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইজরায়েলি বিমান হামলা অব্যাহত। শনিবারও দিনভর হামলা ঘটেছে। জাবালিয়া-সহ গাজা উপত্যকা জুড়ে অসামরিক মানুষজনের উপর ও ভবনগুলির উপর হামলা চালিয়েছে ইজরায়েল। তবে জাবালিয়ায় হামলা চালিয়ে অসামরিক মানুষজনকে হত্যার ঘটনা অস্বীকার করেছে তারা। তাদের দাবি, ওখানে হামলা চালানো হয়নি। বরং ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতেই প্রাণহানি হয়েছে।

গাজা উপত্যকায় দু'দিন ধরে চলা ইজরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। নিহতদের মধ্যে ৬ শিশু ও এক মহিলা রয়েছেন। আহত অন্তত ১২৫ জন ফিলিস্তাইন-অধিবাসী। এক বিবৃতিতে ফিলিস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:  গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের, নিহত নয়; বাড়ছে উত্তেজনা

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে যে তারা গাজায় বিমান হামলা শুরু করেছে। মধ্য গাজা শহরের প্যালেস্তিনিয় বাসিন্দারা এই আক্রমণ প্রত্যক্ষ করেছে বলেও জানা গিয়েছিল। বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আইডিএফ (ইজরায়েলি সেনা) বর্তমানে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। ইজরায়েলি হোম ফ্রন্টে বিশেষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার গাজায় ইজরায়েলি বিমান হামলায় নিহত চারজনের মধ্যে একজন শিশু ও একজন জঙ্গি রয়েছে। এনক্লেভের স্বাস্থ্য মন্ত্রক এবং ইসলামিক জিহাদ গ্রুপ এই খবর জানিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপ আগেই জানিয়েছিল, তাদের একজন কম্যান্ডার গাজা শহরে ইহুদিদের হত্যার ঘটনায় নিহত হয়েছে। প্যালেস্তাইনের এনক্লেভের নিরাপত্তা সূত্র মারফত জানা গিয়েছে, ওই ভূখণ্ডের বেশ কয়েকটি অংশে বিমান হামলা হয়েছে। ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাইসির আল-জাবারি এই হামলায় নিহত। তাইসিরকে ইসলামিক জিহাদ এবং হামাসের মধ্যে প্রধান সমন্বয়কারী হিসাবে বর্ণনা করেছে ইজরায়েলি সামরিক বাহিনী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.