চোখের জলে, নিরবতায় জাপানে স্মরণ সুনামির বর্ষপূর্তি
ঠিক একবছর আগের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে জাপানবাসীদের। সেই বিধ্বংসী সুনামি। ২০১১-র ১১ মার্চ, দুপুর ২টো ৪৫ মিনিট। রিখটার স্কেলে ৯ মাত্রার কম্পনে প্রবল জলোচ্ছ্বাস নিয়ে সুনামি আছড়ে পড়ল জাপানের বুকে।
ঠিক একবছর আগের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে জাপানবাসীদের। সেই বিধ্বংসী সুনামি। ২০১১-র ১১ মার্চ, দুপুর ২টো ৪৫ মিনিট। রিখটার স্কেলে ৯ মাত্রার কম্পনে প্রবল জলোচ্ছ্বাস নিয়ে সুনামি আছড়ে পড়ল জাপানের বুকে।
আর ১৯,০০০-এর বেশি মানুষের মৃত্যুর সঙ্গেই ডেকে এনেছিল এই শতকের সবচেয়ে বড় পরমাণু বিপর্যয়। সুনামির জেরে ভেঙে পড়েছিল পরমাণু কেন্দ্র ফুকুশিমা দাইচির রিঅ্যাক্টর। সেখান থেকেই পরমাণু তেজষ্কৃয়তা ছড়িয়ে পড়েছিল সমুদ্রের জলে। ফুকুশিমা কেন্দ্রটি ফের চালু করার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন জাপানের পাশাপাশি সারা পৃথিবীর পরমাণু কেন্দ্র বিরোধী আন্দোলনকারীরা। সুনামির একবছর পর জাপানে পরমাণু কেন্দ্র বিরোধী আন্দোলনও ফের নতুন করে শুরু হয়েছে। একবছর পর সেই আতঙ্কের মুহূর্তকে এক মিনিটের জন্য স্মরণ করছেন জাপানের মানুষ। চোখের জলে।