ফের বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত ৩৫, আহত ২৪০

চব্বিশ ঘন্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। শুক্রবার রাতে কাবুল পুলিস অ্যাকাডেমির কাছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিস ঘাঁটির কাছে রাখা একটি বিস্ফোরক বোঝাই লরি রাখা ছিল। বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২৪০ জন। হতাহতের মধ্যে রয়েছে ৪৭ জন মহিলা ও ৩৩টি শিশু। আহতদের ৪০ জন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনাতেও কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তালিবানের দাবি, এই ঘটনার পিছনে তাদের কোনও হাত নেই। যদিও এই ধরনের বিস্ফোরণের দায় সচরাচর স্বীকার করে না তালিবান। জুলাই মাসে তালিবান প্রধান মোল্লা ওমরের মৃত্যু বদলা নিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

Updated By: Aug 8, 2015, 11:40 AM IST
ফের বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত ৩৫, আহত ২৪০

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘন্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। শুক্রবার রাতে কাবুল পুলিস অ্যাকাডেমির কাছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিস ঘাঁটির কাছে রাখা একটি বিস্ফোরক বোঝাই লরি রাখা ছিল। বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২৪০ জন। হতাহতের মধ্যে রয়েছে ৪৭ জন মহিলা ও ৩৩টি শিশু। আহতদের ৪০ জন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনাতেও কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তালিবানের দাবি, এই ঘটনার পিছনে তাদের কোনও হাত নেই। যদিও এই ধরনের বিস্ফোরণের দায় সচরাচর স্বীকার করে না তালিবান। জুলাই মাসে তালিবান প্রধান মোল্লা ওমরের মৃত্যু বদলা নিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

কাবুল অভ্যন্তরীন মন্ত্রকের এক মুখপাত্র হামলার কথা স্বীকার করে জানিয়েছ, এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি লরির সঙ্গে নিজেকে উড়িয়ে দেয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

.