তালিবানের সঙ্গে আর কথা নয়: কারজাই
তালিবান জঙ্গিদের সঙ্গে আর শান্তি আলোচনা চান না হামিদ কারজাই। প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির হত্যাকাণ্ড থেকে "শিক্ষা` নিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট । গত ২০ সেপ্টেম্বর নিজের কাবুলের বাসভবনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বুরাহনুদ্দিন রব্বানি। ২ তালিবান জঙ্গি তাঁর সঙ্গে বৈঠক করতে এসেছিল। তারাই ওই বিস্ফোরণ ঘটায়। কিছু ধর্মীয় নেতার সঙ্গে আলোচনার সময় আফগান প্রেসিডেন্ট সেই প্রসঙ্গ তোলেন।
তালিবান জঙ্গিদের সঙ্গে আর শান্তি আলোচনা চান না হামিদ কারজাই। প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির হত্যাকাণ্ড থেকে "শিক্ষা` নিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট । গত ২০ সেপ্টেম্বর নিজের কাবুলের বাসভবনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বুরাহনুদ্দিন রব্বানি। ২ তালিবান জঙ্গি তাঁর সঙ্গে বৈঠক করতে এসেছিল। তারাই ওই বিস্ফোরণ ঘটায়। কিছু ধর্মীয় নেতার সঙ্গে আলোচনার সময় আফগান প্রেসিডেন্ট সেই প্রসঙ্গ তোলেন। হামিদ কারজাই বলেন,মোল্লা ওমরের সন্ধান নেই। তিনি কোথায় কেউ জানে না? তালিবান কাউন্সিলের কোনও হদিস নেই। "তালিবান কাউন্সিলের সদস্যের ছদ্মবেশে কেউ এসে খুন করে চলে গেল। অথচ ওরা কিছুই বলল না। এই অবস্থায় শান্তি আলোচনার কোনও শরিক নেই` বলে মন্তব্য করেছেন হামিদ কারজাই। প্রয়াত বুরহানুদ্দিন রব্বানিই তালিবানের সঙ্গে দৌত্য চালাচ্ছিলেন। আফগান গোয়েন্দারা মনে করছেন,রব্বানির হত্যাকাণ্ডের নেপথ্যে বিদেশি হাত রয়েছে। তাদের সন্দেহ মূলত পাকিস্তানের হক্কানি নেটওয়ার্ককেই । এবিষয়ে হামিদ কারজাইয়ের বক্তব্য,আলোচনার জন্য দুই পক্ষের প্রয়োজন। কিন্তু আফগানিস্তানের উল্টোদিকে শুধু পাকিস্তান রয়েছে। অতএব পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে চান আফগান প্রেসিডেন্ট।