Ram Temple| Ayodhya: রামমন্দিরে হবে ভয়ংকর হামলা, দিনক্ষণ জানিয়ে দিল খালিস্তানি জঙ্গি নেতা
Ram Temple| Ayodhya: শিখ ফর জাস্টিস সংগঠনটি কানাডা সহ ভারতের বাইরে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। ভারত থেকে পৃথক হয়ে একটি পৃথক দেশ গঠনেরও পক্ষেও শিখদের উত্তেজিত করে পান্নুন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার মন্দিরের হামলার পর এবার অযোধ্যায় রাম মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্দ সিং পান্নুন। পান্নুনের একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছে কানাডায় শিখদের সংগঠন শিখ ফর জাস্টিস বা এসএফজে। সেখানে বলা হয়েছে আগামী ১৬-১৭ নভেম্বরের মধ্যে রাম মন্দিরের হামলা করা হবে।
আরও পড়ুন-'ওর ভারতীয় ক্রিকেট নিয়ে...' ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু'বার ভাববেন পন্টিং
ওই ভিডিয়ো বার্তায় পান্নুন বলেছে, আমরা অযোধ্যার রাম মন্দির ও উগ্র হিন্দুত্বের নীতির ভিত নাড়িয়ে দেব। ভিডিয়োতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রার্থনা করছেন। পাশাপাশি কানাডার ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন খালিস্তানিদের থেকে দূরে থাকে।
উল্লেখ্য়, গতমাসে হুমকি পান্নুন দিয়েছিল ভারতীয়রা যেন ১-১৯ নভেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে না চড়েন। মনে করা হচ্ছে ১৯৮৪ সালে দিল্লিতে শিখ বিরোধী হিংসার সময়টিকেই বোঝাতে চেয়েছে পান্নু।
শিখ ফর জাস্টিস সংগঠনটি কানাডা সহ ভারতের বাইরে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। ভারত থেকে পৃথক হয়ে একটি পৃথক দেশ গঠনেরও পক্ষেও শিখদের উত্তেজিত করে পান্নুন।
প্রসঙ্গত, ২০২০ সালে ইউএপিএ আইনে পান্নুনকে জঙ্গি হিসেবে তকমা দিয়েছে। তাকে গ্রেফতার করার জন্য একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন্দ্র সরকার। তবে তার পরেও কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবার একেবার রাম মন্দির উড়িয়ে দেওয়া হুমকি।
গত সপ্তাহেই কানাডার ব্রাম্পটনে একটি মন্দিরের সামনে হিন্দু পুণ্যার্থীদের উপরে হামলা চালায় খালিস্তানপন্থীরা। এনিয় ধরপাকড় শুরু করেছে কানাডার পুলিস। ইতিমধ্যেই ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে কানাডার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)