ভারতের আদালতে হেডলির বিচার চাইলেন কৃষ্ণ

২৬/১১ সন্ত্রাসের দুই নেপথ্যচক্রী ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর হুসেন রানার ভারতীয় আদালতে বিচার চাইল মনমোহন সরকার। মার্কিন মুলুকে আটক লস্কর-ই-তৈবার দুই সদস্যেকে ভারতীয় বিচারবিভাগের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে কূটনৈতিক স্তরে তত্‍পরতাও শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Updated By: Jun 14, 2012, 12:36 PM IST

২৬/১১ সন্ত্রাসের দুই নেপথ্যচক্রী ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর হুসেন রানার ভারতীয় আদালতে বিচার চাইল মনমোহন সরকার। মার্কিন মুলুকে আটক লস্কর-ই-তৈবার দুই সদস্যেকে ভারতীয় বিচারবিভাগের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে কূটনৈতিক স্তরে তত্‍পরতাও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। গতকাল গভীর রাতে ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব হিলারি রডহ্যাম ক্লিন্টেনর কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানান বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। `তৃতীয় ভারত-মার্কিন কৌশলগত বৈঠক`-এর পর যৌথ সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ জানান, ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসের দুই চক্রীর বিরুদ্ধে ভারতের আদালতে আইনগত প্রক্রিয়া চালুর জন্য মার্কিন সরকারের সহায়তা চেয়েছে নয়াদিল্লি।
২৬/১১ মুম্বই সন্ত্রাস-সহ ভারতে একাধিক জঙ্গি হামলায় জড়িত ডেভিড কোলম্যান হেডলির বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লির আদালতে চার্জশিট দাখিল করেছে ভারতীয় গোয়েন্দাসংস্থা এনআইএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)। হেডলির বিরুদ্ধে এনআইএ-র অভিযোগ, লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সৈয়দ, তাহিউর রানা ও আরও ৬ জনের সঙ্গে মিলে মুম্বই সন্ত্রাস-সহ ভারতে বেশ কয়েকটি জঙ্গিহানার পরিকল্পনায় জড়িত পাক-মার্কিন নাগরিক হেডলি। এমনকী ২৬/১১ সন্ত্রাসের আগে হেডলি একাধিকবার ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছিল এবং পাক সেনা আধিকারিক মেজর ইকবালের সঙ্গে দেখা করেছিল বলেও জানিয়েছে এনআইএ। ২০১০ সালের জুন মাসে মার্কিন প্রশাসনের অনুমতিক্রমে শিকাগো জেলে আটক ডেভিড কোলম্যান হেডলিকে জেরা করেছিলেন এনআইএ-র অফিসাররা। যদিও ইতিমধ্যেই দোষ কবুল করে মার্কিন আদালতে লঘু সাজাপ্রাপ্ত হেডলিকে ওবামা সরকার ভারতীয় বিচারবিভাগের মুখোমুখি হতে দেবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল।

.