লাস ভেগাসে গণহত্যায় ISIS যোগতত্ত্ব খারিজ মার্কিন গোয়েন্দা সংস্থার

Updated By: Oct 3, 2017, 11:02 PM IST
লাস ভেগাসে গণহত্যায় ISIS যোগতত্ত্ব খারিজ মার্কিন গোয়েন্দা সংস্থার

ব্যুরো: লাস ভেগাসে গণহত্যার পিছনে ISIS জঙ্গি যোগতত্ত্ব উড়িয়ে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। যদিও হামলার পরেই দায় নিয়েছে ISIS। তবে সে কথা এখনই মানছেন না মার্কিন গোয়েন্দারা।  FBI-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার নেপথ্যে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ তাঁরা এখনও পাননি। আততায়ী  স্টিফেন প্যাডক কয়েক দিন আগেই ইসলাম গ্রহণ করেন বলে দাবি করে ISIS। নিজস্ব সংবাদ সংস্থা আমাকে তাদের দাবি, ISIS-এর সৈনিক হিসেবে প্যাডক এই কাণ্ড ঘটিয়েছে। প্যাডকের ঘর থেকে ১৯টি অত্যাধুনিক বন্দুক  উদ্ধার হয়েছে। তাঁর বিষয়ে আরও তদন্ত করছে  FBI। 

* লাস ভেগাস গণহত্যার আরও খবর  

লাস ভেগাসের 'খলনায়ক' স্টিফেন প্যাডক আদতে কে?

লাস ভেগাসের হামলার দায় স্বীকার করল আইসিস

 

.