ওবামার ভারত দর্শনে ক্ষুব্ধ বাম, বিজেপি
ভারতে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ থমকে থাকায় এবারে উদ্বেগের সুর শোনা গেল খোদ মার্কিন প্রেসিডেন্টের গলায়। লগ্নির উপযুক্ত পরিবেশ ফেরাতে ভারতের দ্রুত আর্থিক সংস্কারের রাস্তায় হাঁটা উচিত বলেও ইঙ্গিত দেন তিনি।
ভারতে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ থমকে থাকায় এবারে উদ্বেগের সুর শোনা গেল খোদ মার্কিন প্রেসিডেন্টের গলায়। লগ্নির উপযুক্ত পরিবেশ ফেরাতে ভারতের দ্রুত আর্থিক সংস্কারের রাস্তায় হাঁটা উচিত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিন পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাক সম্পর্কের বিষয়টিও উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের কথায়। কেবলমাত্র দুই দেশের আলোচনার মধ্যে দিয়েই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
দেশে বিরোধীদের প্রবল বাধার সামনে আপাতত খুচরো ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবারে সেই প্রশ্নই আরও একবার সামনে চলে এল মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে। ভারতে আর্থিক সংস্কার আটকে থাকায় মার্কিন লগ্নিকারীদের কাছে ভারতের বিনিয়োগের পরিবেশের অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে, লগ্নির উপযুক্ত পরিবেশ ফেরাতে ভারতের দ্রুত আর্থিক সংস্কারের রাস্তায় হাঁটা উচিত।
ওবামার এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাম ও বিজেপি। তাদের মতে, মার্কিন আর্থিক নীতির জেরেই বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট চলছে। তাই ভারতের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উপদেশ মানা কখনই উচিত নয় বলে মন্তব্য করেছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপে কাশ্মীর সমস্যা সমাধানের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছেন ওবামা। দুই প্রতিবেশির দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যার একমাত্র সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে চলা আর্থিক সঙ্কটের মাঝে ভারতের আর্থিক বৃদ্ধির হারকে যথেষ্টই সন্তোষজনক বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। আর্থিক উন্নতি প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদাই ভারতের পাশে রয়েছে বলে জানান বারাক ওবামা।