'ন্যাচারাল' লাইট পিলারে মঙ্গোলিয়ার আকাশে নিয়ন আলোর চোখধাঁধানো লাইটিং, অবাক পৃথিবী

বর্ষবরণ করতে আলোর সারি, চোখধাঁধানো লাইটিং, এ আর নতুন কি! সেটাই হয়ে আসছে। সেটাই স্বাভাবিক। কিন্তু এ আলো, যা দেখছেন, তা কিন্তু মোটেই কষ্টেসৃষ্টে তৈরি করা নয়। এ এক্কেবারে ন্যাচারাল। উত্তর চিনের মঙ্গোলিয়ার কিছু অংশে দেখা গেল এই বিস্ময়। তৈরি হল লাইট পিলার। শীতের আকাশে বহু রঙের আলোক-মালা। নিউ ইয়ার উপলক্ষ্যে শহর সাজানো হয় যে নিয়ন লাইট দিয়ে, তারই কামাল এই পিলারগুলি। খুদে নিয়নের আলোই যেন, ছুঁয়ে নিল আকাশ। রাতভর দেখা গেল এই ছবি। তাপমাত্রা মাইনাসের বহু নিচে থাকলেও, এ দৃশ্য দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের। শীতের তোয়াক্কা না করেই, রাস্তায় নেমে পড়েন মানুষজন। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়াই এই লাইট পিলার তৈরির কারণ। তবে অতশত কারণ খুঁজতে কে যায়! সব চোখই যে ব্যস্ত অনন্যসাধারণ এই সৌন্দর্যের সাক্ষী হতে। 

Updated By: Jan 1, 2016, 12:15 PM IST
'ন্যাচারাল' লাইট পিলারে মঙ্গোলিয়ার আকাশে নিয়ন আলোর চোখধাঁধানো লাইটিং, অবাক পৃথিবী

ওয়েব ডেস্ক: বর্ষবরণ করতে আলোর সারি, চোখধাঁধানো লাইটিং, এ আর নতুন কি! সেটাই হয়ে আসছে। সেটাই স্বাভাবিক। কিন্তু এ আলো, যা দেখছেন, তা কিন্তু মোটেই কষ্টেসৃষ্টে তৈরি করা নয়। এ এক্কেবারে ন্যাচারাল। উত্তর চিনের মঙ্গোলিয়ার কিছু অংশে দেখা গেল এই বিস্ময়। তৈরি হল লাইট পিলার। শীতের আকাশে বহু রঙের আলোক-মালা। নিউ ইয়ার উপলক্ষ্যে শহর সাজানো হয় যে নিয়ন লাইট দিয়ে, তারই কামাল এই পিলারগুলি। খুদে নিয়নের আলোই যেন, ছুঁয়ে নিল আকাশ। রাতভর দেখা গেল এই ছবি। তাপমাত্রা মাইনাসের বহু নিচে থাকলেও, এ দৃশ্য দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের। শীতের তোয়াক্কা না করেই, রাস্তায় নেমে পড়েন মানুষজন। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়াই এই লাইট পিলার তৈরির কারণ। তবে অতশত কারণ খুঁজতে কে যায়! সব চোখই যে ব্যস্ত অনন্যসাধারণ এই সৌন্দর্যের সাক্ষী হতে। 

.