পাসপোর্টের খারাপ-ভাল

বিশ্বের সবথেকে তাবড় পাসপোর্ট কোনটা? উত্তর-জার্মান পাসপোর্ট। জার্মান পাসপোর্ট হল এমন একটা জিনিস যা দিয়ে যে কোনও ব্যক্তি গোটা 'বিশ্ব ভ্রমণের স্বাধীনতা' পান।

Updated By: Mar 7, 2016, 12:50 PM IST
পাসপোর্টের খারাপ-ভাল

ওয়েব ডেস্ক: বিশ্বের সবথেকে তাবড় পাসপোর্ট কোনটা? উত্তর-জার্মান পাসপোর্ট। জার্মান পাসপোর্ট হল এমন একটা জিনিস যা দিয়ে যে কোনও ব্যক্তি গোটা 'বিশ্ব ভ্রমণের স্বাধীনতা' পান।
 
'We are the citizen of the world', বিশ্ব নাগরিকত্বের এই বাণী দিয়েছিলেন স্যার চার্লস চ্যাপলিন। কিন্তু বিশ্ব নাগরিক হলেই কি বিশ্ব ভ্রমণের স্বাধীনতা পাওয়া যায়? না, পাওয়া যায় না। বিশ্বের এমন কিছু দেশ আছে, যার পাসপোর্টে বিশ্ব ভ্রমণের স্বাধীনতা অফুরন্ত, আবার কিছু দেশের পাসপোর্ট আছে যাদের বিশ্ব ভ্রমণের স্বাধীনতা খুবই সীমিত। জেনে নিন সেই পাসপোর্টের তালিকা-

যে পাসপর্টে বিশ্ব ভ্রমণের স্বাধীনতা অবাধ

পাসপোর্ট- যে কটি দেশে অবাধ ভ্রমণের স্বাধীনতা আছে

জার্মানি-১৭৭টি  
সুইডেন-১৭৬
ফ্রান্স, আমেরিকা-১৭৫
ফিনল্যাণ্ড, ইতালি,স্পেন-১৭৫
ব্রিটেন, নেদারল্যান্ড-১৭৪
বেলজিয়াম, ‌ডেনমার্ক-১৭৪
অস্ট্রিয়া, জাপান, সিঙ্গাপুর-১৭৩
কানাডা, আয়ারল্যান্ড-১৭২
নরওয়ে, পর্তুগাল-১৭২
দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড-১৭২
গ্রিস, নিউজল্যান্ড-১৭১
অস্ত্রেলিয়া-১৬৯
মাল্টা-১৬৮
চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, আইসল্যান্ড-১৬৭

ভারতের পাসপোর্টে ভ্রমণ করার স্বাধীনতা আছে ৫২ দেশে।
 

যে পাসপর্টে বিশ্ব ভ্রমণের স্বাধীনতা সীমিত
পাসপোর্ট-যেকটি দেশে ভ্রমণের স্বাধীনতা আছে
আফগানিস্তান-২৫
পাকিস্তান-২৯
ইরাক-৩০
সোমালিয়া-৩১
সিরিয়া-৩২
লিবিয়া-৩৬
নেপাল, ইরান-৩৭
দক্ষিণ সুদান, ইয়েমেন-৩৮
বাংলাদেশ, শ্রীলঙ্কা, লেবানন-৪০
মায়ানমার, উত্তর কোরিয়া-৪২

 

.