নতুন ম্যাকবুক আনছে অ্যাপেল

নতুন ম্যাকবুক আনতে চলেছে অ্যাপেল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সানফ্রান্সিসকোয় ওয়ার্লডওয়াইড ডেভেলপারর্স কনফারেন্সে একথা ঘোষণা করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার।

Updated By: Jun 12, 2012, 04:28 PM IST

নতুন ম্যাকবুক আনতে চলেছে অ্যাপেল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সানফ্রান্সিসকোয় ওয়ার্লডওয়াইড ডেভেলপারর্স কনফারেন্সে একথা ঘোষণা করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার।
আল্ট্রাথিন নেক্ট জেনারেশন ম্যাকবুক প্রো-তে থাকবে র‌্যাটিনা ডিসপ্লে, ইনটেল আই সেভেন প্রসেসর। অ্যাপেলের লেটেস্ট এই গ্যাজেট চলবে লেটেস্ট মাউন্টেন লায়ন অপারেটিং সিস্টেমে। আর নতুন ম্যাকবুক প্রো-র প্রস্থ মাত্র ০.৭১ ইঞ্চি। তবে তাতে প্রভাব পড়বে না ব্যাটারি ব্যাকআপে। অ্যাপেলের দাবি ম্যাকবুক প্রো একটানা চলবে ৭ ঘণ্টা। ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাবে নতুন ম্যাকবুক। তবে দুটির দামে কোনও পার্থক্য নেই। ভারতীয় মুদ্রায় দাম দেড় লক্ষ টাকা মাত্র।

.