ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ল নিউজিল্যান্ডে, মৃত ২
সুনামি আছড়ে পড়ল নিউজিল্যান্ডে। বড় মাপের ভূমিকম্পে কেঁপে ওঠার পর নিউজিল্যান্ডে জারি হয়েছিল সুনামি সতর্কতা। কম্পনের ফলে ক্রাইস্টচার্চ সংলগ্ন বিভিন্ন এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা যায়। রেললাইন ফাঁক হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কম্পনের ঘণ্টাখানেক পর, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ নাগাদ সুনামিতে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ দ্বীপপুঞ্জ।
ওয়েব ডেস্ক: সুনামি আছড়ে পড়ল নিউজিল্যান্ডে। বড় মাপের ভূমিকম্পে কেঁপে ওঠার পর নিউজিল্যান্ডে জারি হয়েছিল সুনামি সতর্কতা। কম্পনের ফলে ক্রাইস্টচার্চ সংলগ্ন বিভিন্ন এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা যায়। রেললাইন ফাঁক হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কম্পনের ঘণ্টাখানেক পর, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ নাগাদ সুনামিতে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ দ্বীপপুঞ্জ।
আরও পড়ুন- পাইথনের ফোলা পেটে কী! মেরে দেখা গেল ডিমে ভর্তি (চমকে দেওয়া ভিডিও)
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-র তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উত্সস্থল ছিল ক্রাইস্টচার্চের উত্তর পূর্বে ১২০ কিমি দূরে, ১০ কিমি (৬ মাইল) গভীরে। কম্পনে দুজনের মৃত্যু হয়। সুনামি সতর্কতা জারি হওয়ার পর বহু মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় ক্ষতি হয়নি।