দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর মূর্তির উপর রঙ ঢালা হল
জোহানেসবার্গে মহাত্মা গান্ধীর মূর্তির উপর সাদা রঙ ঢেলে দিল এক দল লোক। এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিতর্ককে আরও একবার উসকে দিল।
ওয়েব ডেস্ক: জোহানেসবার্গে মহাত্মা গান্ধীর মূর্তির উপর সাদা রঙ ঢেলে দিল এক দল লোক। এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিতর্ককে আরও একবার উসকে দিল।
গতকাল দুপুর নাগাদ গাড়িতে করে একদল লোক মহাত্মা গান্ধীর মূর্তিটির সামনে হাজির হয়। হঠাৎ করেই তারা মূর্তির গায়ে এক বালতি সাদা রঙ ঢেলে দেয়। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ইতিহাস থেকে গান্ধীর নাম মুছে ফেলার দাবি তোলে।
''বর্ণ বিদ্ধেষী গান্ধীর পতন হোক।'' তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল এই ধরণের বক্তব্যই।
গোটা বিশ্বের মধ্যে একমাত্র জোহানেসবার্গেই আইনজীবীর পোশাকে তরুণ বয়সের মহাত্মা গান্ধীর এই মূর্তিটি আছে।
জোহানেসবার্গের যে অঞ্চলে গান্ধীর মূর্তিটি রয়েছে সেটি একটি পাবলিক ট্রান্সপোর্ট স্কোয়ার হাব। এই স্কোয়ারেরই একটা অফিসে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন প্র্যাকটিস করতেন মহাত্মা গান্ধী। তাঁর নাম অনুসারে স্কোয়ারটির নাম 'গান্ধী স্কোয়ার।'
ঘটনার প্রত্যক্ষদর্শী এখ নিরাপত্তারক্ষী জানিয়েছেন জড়ো হওয়া লোকগুলোর গায়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ট্রেডমার্ক পোশাক ছিল। ''ওরা বলছিল গান্ধী বর্ণবিদ্ধেষী ছিলেন, আমরা তাই যেন ওদের না থামাই।'' জানিয়েছেন ওই নিরাপত্তারক্ষী।
দুষ্কৃতীদের মধ্যে মাত্র একজন গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিরা পালিয়ে যায়। তবে গ্রেফতারের পর একেবারেই বিচলিত দেখায়নি ধৃতকে। তার দাবি, দলের নেতারা দ্রুত তাকে ছাড়িয়ে নিয়ে যাবে।
জোহানেসবার্গের পুলিস প্রশাসন জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ নষ্টের মামলা দায়ের করা হয়েছে।
গতকাল একদিকে যখন দক্ষিণ আফ্রিকায় গান্ধী মূর্তির এই অবমাননা হচ্ছে, প্রায় সেই সময়ই পৃথিবীর অন্য প্রান্তে, জার্মানিতে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যদিও, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই ঘটনার সঙ্গে তাদের কোনও রকম যোগাযোগের কথা অস্বীকার করেছে। এএনসি মুখপাত্রের দাবি, তাঁদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে।
এএনসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে গান্ধীজীর নাম তারা সসম্মানে রক্ষা করবে।