রানির সাহস, দলাই লামার বন্ধু, মালালার হিরো, সচিনের অনুপ্রেরণা মদিবা

আগামী ১৫ ডিসেম্বর সমাহিত করা হবে জননায়ক নেলসন ম্যান্ডেলাকে। জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শেষকৃত্যে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার নিজের গ্রাম কুনুতেই সমাহিত করা হবে তাঁকে।

Updated By: Dec 7, 2013, 12:05 AM IST

আগামী ১৫ ডিসেম্বর সমাহিত করা হবে জননায়ক নেলসন ম্যান্ডেলাকে। জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শেষকৃত্যে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার নিজের গ্রাম কুনুতেই সমাহিত করা হবে তাঁকে।

সারা বিশ্ব স্মরণ করল মদিবাকে,

মালালা ইউসুফ জাই: ম্যান্ডেলা শারীরিক ভাবে আর আমাদের সঙ্গে নেই কিন্তু তিনি সবসময় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের মধ্যে। ম্যান্ডেলা স্বাধীনতা, ভালবাসা, সাম্যের প্রতীক। তাই ম্যান্ডেলা সারা পৃথিবীর। আমার হিরো।

সচিন তেন্ডুলকর: আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা ম্যান্ডেলার সঙ্গে দেখা হওয়া। ম্যান্ডেলা আমার অনুপ্রেরণা। চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবেন ম্যান্ডেলা। ওনার আত্মার শান্তি কামনা করি।

ম্যান্ডেলার পরিবারকে লেখা চিঠিতে দলাই লামা লিখেছেন: আমার বন্ধু ছিলেন সাহস, আদর্শের প্রতীক। যদি আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সেটাই হবে শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ।

আন সান সু কি: স্বাধীকার ও সাম্যের প্রতিষ্ঠাতাকে হারালাম আমরা। জন্ম, গায়ের রং দিয়ে কিছু বিচার্য নয়, ম্যান্ডেলা শিখিয়ে গেলেন আমাদের।

রানি এলিজাবেথ: ম্যান্ডেলা ছিলেন সাহসের প্রতীক।

টনি ব্লেয়ার: একজন মানুষ যিনি জাতিবিদ্বেষকে গুঁড়িয়ে দিয়ে গেলেন।

.