ভিয়েতনাম উপকূলে ভেঙে পড়েছে মালেশিয়ার বিমান, নিখোঁজ ২৩৯ জন যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয়

৫ জন ভারতীয় সহ ২৩৯ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল মালেশিয়া এয়ারলাইনসের বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার বোয়িং 777-200 বিমান। ভিয়েতনামের থো চু দ্বীপের সমুদ্রে ভেঙে পড়েছে বিমানটি।

Updated By: Mar 8, 2014, 05:12 PM IST

৫ জন ভারতীয় সহ ২৩৯ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল মালেশিয়া এয়ারলাইনসের বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার বোয়িং 777-200 বিমান। ভিয়েতনামের থো চু দ্বীপের সমুদ্রে ভেঙে পড়েছে বিমানটি।

উদ্ধারকার্য শুরু করতে ভিয়েতনাম নৈসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে। কুয়ালামপুর থেকে বেজিং যাচ্ছিল বিমানটি।শনিবার রাতে উড়ানের ঘণ্টা দুয়েকের মধ্যেই এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে খোঁজ মিলছিল না বিমানটির। বিমানে ২৩৯ জন যাত্রী ছাড়াও রয়েছেন ১২ জন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ২ জন শিশু। সব রকম চেষ্টা করা হচ্ছে। জানিয়েছে মালয়েশিয়া বিমান কর্তৃপক্ষ।

বিমানটি থেকে কোনও সংকেত বার্তা পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ভিয়েতনাম নৌসেনা বিমানটির খোঁজে উদ্ধারকার্য শুরু করে দিয়েছে। বিমানের যাত্রীরা কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিমানসংস্থার তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে: +603 7884 1234

বিমানটিতে পর্যটকদের একটি তালিকাও প্রকাশ করেছে কতৃপক্ষ:

চিন- ১৫২, মালেশিয়া- ৩৮, ইন্দোনেশিয়া- ৭, অস্ট্রেলিয়া- ৬, ফ্রান্স- ৩, আমেরিকা- ৩ (১ জন শুশুও রয়েছে), নিউজিল্যান্ড- ২, ইউক্রেন- ২, কানাডা- ২, ইটালি- ১, ভারত- ৫, নেদারল্যান্ড- ১, অস্ট্রেলিয়া- ১।

.