রহস্যই থেকে যাচ্ছে #MH370 নিখোঁজ কাহিনি, বন্ধ হল তল্লাশি অভিযান, যাত্রীদের মৃত ঘোষিত
ওয়েব ডেস্ক: 'আনসলভড মিস্ট্রি'। MH370 বিমান, রহস্যের অপর নাম হিসাবেই থেকে যাচ্ছে। গত বছর মার্চে হারিয়ে যাওয়া মালয়েশিয়ার MH370 বিমান তল্লাসির অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল। সেইসঙ্গে বিমানের ২৩৯ জন যাত্রী, বিমানকর্মীকে মৃত বলেই ঘোষণা করা হল। সরকারিভাবে এই কাণ্ডটিকে দুর্ঘটনাও আখ্যা দেওয়া হল।
আর কেউ কোনও দিন জানতে পারবে না কেন, কোথায়, কীভাবে MH370 বিমান নিখোঁজ হল? কী পরিনতি হল যাত্রী, বিমান কর্মীদের! তার কোনও আর কোনও দিন সদুত্তর মিলবে না। দুর্ঘটনা না নাশকতা, সদুত্তর মিলবে না কোনও দিন। মালয়েশিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চিন , আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ তল্লাশি চালিয়েও #MH370-এর কোনও খোঁজ পেল না।
গত বছর ৮ মার্চ যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বেজিংগামী যাত্রীবিমান এমএইচ-৩৭০। এমএইচ ৩৭০ বিমানটি নিয়ে অনেক ধরণের ষড়যন্ত্র ও কারণের কথা উঠে আসছিল। কিন্তু সবই এখন থেকে জল্পনাই বলা হয়। সত্যি হয়ে থাকবে শুধু কিছু ঘন কুয়াশা। যার আড়ালে থেকে যাবে অনেক প্রশ্নের উত্তর।