আলস্কায় বর্শিতে গাঁথল `দাদু` মাছ

এক সখের মৎসজীবীর ছিপে উঠে এল ২০০ বছর বয়সী `বৃদ্ধ` মাছ। আলাস্কা তীরবর্তী সিটকার ঘটনা এটি।

Updated By: Jul 4, 2013, 05:44 PM IST

এক সখের মৎসজীবীর ছিপে উঠে এল ২০০ বছর বয়সী `বৃদ্ধ` মাছ। আলাস্কা তীরবর্তী সিটকার ঘটনা এটি।
একচল্লিশ ইঞ্চি লম্বা কমলা রংয়ের মাছটির ওজন ৩৯.০৮ পাউন্ড। বিশেষজ্ঞদের মতে রকফিস জাতীয় মাছটির বয়স আনুমানিক ২০০ বছর। এই মাছটি শর্টর‍্যাকার নামেই খ্যাত।
শর্টর‍্যাকার পৃথিবীর `বয়স্ক` মাছেদের মধ্যে অন্যতম। এদের গড়আয়ু ১২০ বছর। রাশিয়ার পূর্বে এবং ক্যালিফোর্নিয়ার উত্তরে সমুদ্রে ৯৯০ থেকে ১,৬৫০ ফুট গভীরে পাওয়া যায় এদের।
জল থেকে তুলে আনলেই এরা মারা পড়ে। অত গভীর থেকে তুলে আনলে চাপের তারতম্যের জন্য এদের পটকা বেড়ে ফেটে যায়। তাই এরা আর বাঁচতে পারে না।

.