প্রয়াত মার্গারেট থ্যাচার

মারা গেলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। হঠাতই হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান তিনি। তাঁর সচিব লর্ড বেল সংবাদ মাধ্যমকে থ্যাচারের মৃত্যু সংবাদ জানিয়েছেন।

Updated By: Apr 8, 2013, 05:36 PM IST

মারা গেলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। হঠাতই হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান তিনি। তাঁর সচিব লর্ড টিম বেল সংবাদ মাধ্যমকে থ্যাচারের মৃত্যু সংবাদ জানিয়েছেন।
লর্ড বেল জানান, "মার্ক এবং ক্যারল থ্যাচার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছেন তাঁদের মা মার্গারেট থ্যাচার হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে মারা যান।"
মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ১০ ডাউনিং স্ট্রিটে আসীন ছিলেন। টানা তিন বার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব বহন করায় তাঁর শাসনকাল ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতমও বটে।
তাঁর প্রয়াণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শোক প্রকাশ তাঁকে 'মহান ব্রিটিশ নাগরিক' বলেন।   
ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানান হয়েছে তাঁর শেষযাত্রায় রানি দ্বিতীয় এলিজাবেথের মা কুইন মাদার এবং লেডি ডায়নার সমতুল্য শ্রদ্ধার্ঘ জানান হবে। 

.