বৃটেনের হাইওয়েতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা: একাধিক মৃত্যুর আশঙ্কা
দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে পরপর সাতাশটি গাড়ির সংঘর্ষের জেরে দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন পয়ত্রিশজন।
দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে পরপর সাতাশটি গাড়ির সংঘর্ষের জেরে দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন পয়ত্রিশজন। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সমারসেটের টনটনের কাছে এম-ফাইভ সড়কে ছয়টি লরির মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। খারাপ আবহাওয়া ও কুয়াশার জন্য একাধিক গাড়ি তাতে ধাক্কা খায়। ঘটনাস্থলে জোরদার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পরে। ঘটনাস্থলে উপস্থিত পুলিস ও দমকল সূত্রে জানা গেছে একাধিক গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। হতাহতের সংখ্যা সম্পর্কেও এখনও নিশ্চিত হয়ে পারেনি পুলিস। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।