Midhili: ধেয়ে আসছে মিধিলি! সমুদ্রে নিখোঁজ ৩০০ মৎস্যজীবী-সহ ২০ ট্রলার

এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ১৭ নভেম্বর, ২০২৩-এর রাতে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া সহ খেপুপাড়ার কাছাকাছি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

Updated By: Nov 17, 2023, 02:48 PM IST
Midhili: ধেয়ে আসছে মিধিলি! সমুদ্রে নিখোঁজ ৩০০ মৎস্যজীবী-সহ ২০ ট্রলার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে মিধিলা। হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় গত ৬ ঘন্টায় ২৬ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। ১৭ নভেম্বর উত্তর-পশ্চিম ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঝড়। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পারাদ্বীপ থেকে প্রায় ২৫০ কিমি পূর্ব-উত্তরপূর্বে, দিঘা (পশ্চিমবঙ্গ)-এর ১৮০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে এবং খেপুপাড়া (বাংলাদেশ) এর ১৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান।

আরও পড়ুন: Video: হাতে একে-৪৭, পায়ে রোলারব্লেড লাগিয়ে কাবুলের রাস্তায় তালিবানি পুলিস!

এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ১৭ নভেম্বর, ২০২৩-এর রাতে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া সহ খেপুপাড়ার কাছাকাছি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এরমাঝেই তিনশ জেলে সহ বরগুনার ২০টি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে। এতে পাথরঘাটা উপজেলার জেলেপল্লীতে চিন্তিত হয়ে পরেছেন সকলেই। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, জেলার প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার সাগরের মোহনা ও গভীর সাগরে মাছ ধরার কাজ করে।

আরও পড়ুন: TMC BNP: বাংলাদেশের সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়াই তৃণমূলের, ২৩ নভেম্বর চূড়ান্ত হবে প্রার্থীতালিকা

এখন সব ট্রলার ফিরে এলেও ২০টি ট্রলারের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তিনি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি’।

বরগুনা জেলা প্রশাসক মহম্মদ রফিকুল ইসলাম বলেন, ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজদের সন্ধানে কোষ্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিদের্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.