নিঁখোজ বিমান রহস্য: চিন MH-370-এর সম্ভাব্য ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল
মালয়েশিয়ার নিঁখোজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন। দক্ষিণ চিন সমুদ্রে এই ছবি পাওয়া গেছে।
মালয়েশিয়ার নিঁখোজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন। দক্ষিণ চিন সমুদ্রে এই ছবি পাওয়া গেছে।
রবিবার চিনের জাতীয় নিরাপত্তা দফতরের পক্ষ থেকে State Administration of Science, Technology এই ছবি প্রকাশ করেছে।
এই ছবিগুলিতে তিনটে ভাসমান বস্তুকে দেখা যাচ্ছে। যার মধ্যে সবথেকে বড় টুকরোটি ২৪ মিটার লম্বা ২২ মিটার চওড়া, বাকি দুটি টুকরোর একটি ১৩ মিটার লম্বায় চওড়ায় ১৮ মিটার লম্বা, অপর টুকরোটি ১৪ মিটার চওড়া ১৯ মিটার লম্বা।
এই ভাসমান বস্তুগুলিকে মালায়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী সমুদ্রে পাওয়া গিয়েছে। এর আগে নিঁখোজ বিমানের ধ্বংসাবশেষ হিসাবে সে সমস্ত বস্তু গুলিকে মনে করা হয়েছিল পড়ে দেখা গেছে MH-370 -এর সঙ্গে সে গুলির আদতে কোনও সম্পর্কই নেই। তল্লাস ও উদ্ধার কার্যের জন্য মোট ১০ টি উপগ্রহ ব্যবহার করেছিল চিন।
আজকে নিয়ে নিঁখোজ বিমানের তল্লাসি অভিযান ষষ্ঠ দিনে পড়ল। পাঁচ জন ভারতীয় সহ ওই বিমানে মোট ২৩৯ জন ছিলেন। গত সপ্তাহের শনিবার কুয়ালা লামপুর থেকে বেজিং যাওয়ার পথে মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী আকাশপথ থেকে আচমকাই উধাও হয়ে যায় বিমানটি।
বিভিন্ন দেশের ৪২টি জাহাজ ও ৩৯টি বিমান বোয়িং 777-200-এর তল্লাসিতে নিযুক্ত রয়েছে।