ছোট্ট একটি ভুলে রক্ষা পেল ১০০ কোটি টাকা!

সবসময় আমরা শুনে আসি ভুলের নাকি খেসারত দিতে হয়। ভুল করেছো মানেই তার জন্য কিছু না কিছু ভোগান্তি কপালে আছেই। এখানে কিন্তু ভুলের খেসারত দিতে হয়নি। বরং ভুল করে, করে ফেলা ভুলের জন্যই ব্যাঙ্কের ১০০ কোটি টাকা হ্যাকারদের হাত থেকে রক্ষা পায়।

Updated By: Mar 12, 2016, 03:09 PM IST
ছোট্ট একটি ভুলে রক্ষা পেল ১০০ কোটি টাকা!

ওয়েব ডেস্ক: সবসময় আমরা শুনে আসি ভুলের নাকি খেসারত দিতে হয়। ভুল করেছো মানেই তার জন্য কিছু না কিছু ভোগান্তি কপালে আছেই। এখানে কিন্তু ভুলের খেসারত দিতে হয়নি। বরং ভুল করে, করে ফেলা ভুলের জন্যই ব্যাঙ্কের ১০০ কোটি টাকা হ্যাকারদের হাত থেকে রক্ষা পায়।

গত মাসে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাঙ্ক থেকে ১০০ কোটি টাকা ট্রান্সফার হচ্ছিল নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে। সেই সময় গোটা সিস্টেম হ্যাক করে টাকা নিজেদের পকেটে পুড়ছিল হ্যাকারেরা। ৮ কোটি টাকা যাওয়ার পরই ঘটে বিপত্তি। যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকা ট্রান্সফার হচ্ছিল সেই নামের বানানে একটি অক্ষর ভুল লেখে হ্যাকাররা। আর তাতেই আটকে যায় টাকা ট্রান্সফার। ভুলের অনুসন্ধান করতে গিয়ে তখনই ব্যাঙ্ক বুঝতে পারে টাকা চুরি করা হচ্ছে। আটকে দেওয়া হয় টান্সফার। ভুলের বেশ খেসারত দিতে হল হ্যাকারদের। বেঁচে গেল ব্যাঙ্ক।

.