গুগল ডুডলের জাদুতে মবি ডিক

গুগলের ডুডল শ্রদ্ধার্ঘ্যের লিস্টে এবার সংযোজিত হল বিশালদেহী সাদা তিমি মবি ডিক আর তার স্রষ্টা হারমন মেলভিল। মেলভিলের কালজয়ী উপন্যাস `মবি ডিক`-এর ১৬১তম প্রকাশনা দিবস আজ, মঙ্গলবার। গুগলের হোমপেজে তাই ক্যাপ্টেন আহাব আর মবি ডিকের সদর্প অবস্থান।

Updated By: Oct 18, 2012, 04:26 PM IST

গুগলের ডুডল শ্রদ্ধার্ঘ্যের লিস্টে এবার সংযোজিত হল বিশালদেহী সাদা তিমি মবি ডিক আর তার স্রষ্টা হারমন মেলভিল। মেলভিলের কালজয়ী উপন্যাস `মবি ডিক`-এর ১৬১তম প্রকাশনা দিবস আজ, মঙ্গলবার। গুগলের হোমপেজে তাই ক্যাপ্টেন আহাব আর মবি ডিকের সদর্প অবস্থান।
ডুডলটিতে ক্যাপ্টেন আহাব হারপুন হাতে হিংস্র সাদা তিমিকে মারার জন্য এক্কেবারে রেডি। আর কিংবন্তী মবি ডিক মাথার ঝরনা গিয়ে `গুগল`-এর `এল` তৈরি করেছে। অসাধারণ এই ডুডলটিতে ছোট্ট একটুকু জায়গাতেই যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে কিংবদন্তি উপন্যাসের অবিস্মরণীয় চরিত্র গুলো।

`দ্য হোয়েল` নাম নিয়ে ১৮৫১-র ১৮ই অক্টোবর প্রথম আত্মপ্রকাশ করে মবি ডিক আর আহাবের কাহিনী। তিন খন্ডের বিশাল এই উপন্যাস ১৪ই নভেম্বর পরেই এক খন্ডের আকারে চলে আসে। এবার নাম বদলিয়ে হয় `মবি ডিক`।
হারমন মেলভিলের `মবি ডিক` উপন্যাসটি বিশ্ব সাহিত্যের যথার্ত মাস্টার পিস। ইংরেজি ভাষা সাহিত্যের অন্য ধারা তৈরি হয়েছিল `মবি ডিক`-র হাত ধরে।

.