'আমি বাংলায় ট্যুইট করি', বাংলাদেশ সফরে বাংলায় ট্যুইট করলেন মোদী-মমতা
বাংলাদেশ সফরে বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও জানালেন বাংলাদেশ সফরে তিনি ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে এসেছেন। কখনও আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার জন্য তাঁকে ধন্যবাদ জানালেন ট্যুইটারেই। আশা প্রকাশ করলেন, সুন্দর সফর আশা করছেন, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। এছাড়াও বাংলায় ক্যাপশন লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন দুটি ছবি। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনের এবং একটি বাংলাদেশের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠকের।
ওয়েব ডেস্ক: বাংলাদেশ সফরে বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও জানালেন বাংলাদেশ সফরে তিনি ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে এসেছেন। কখনও আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার জন্য তাঁকে ধন্যবাদ জানালেন ট্যুইটারেই। আশা প্রকাশ করলেন, সুন্দর সফর আশা করছেন, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। এছাড়াও বাংলায় ক্যাপশন লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন দুটি ছবি। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনের এবং একটি বাংলাদেশের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠকের।
শুধু মোদীই নন। বাংলাদেশে সফর করার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বাংলায় ট্যুইট করে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান।