ভিডিয়ো: ভয়ঙ্কর গতিতে রাস্তার পাশের পাথরে ধাক্কা, উড়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল গাড়ি
হাড় হিম করা দুর্ঘটনার সেই ভিডিয়ো টুইট করেছেন চালক ওট টানাক
নিজস্ব প্রতিবেদন: মন্টে কার্লো কার র্যালিতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন প্রখ্যাত ড্রাইভার ওট টানাক।
শুক্রবার মন্টে কার্লো কার র্যালিতে তাঁর হুন্ডাই গাড়িটি প্রচণ্ড গতিতে গিয়ে ধাক্কা মারে পাহাড়ি রাস্তার ধারে এক পাথরে। প্রচণ্ড গতি থাকায় ধাক্কার পরই গাড়িটি বাতাসে কয়েকবার ঘুরপাক খেয়ে তা পাহাড়ের গা বেয়ে নীচে আছড়ে পড়ে। চারদিকে সাদা বরফ। তার মধ্যেই ভয়ঙ্কর এই দৃশ্য দেখলে শিউরে উঠতে হয়। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন টানাক।
Here’s what happened this morning. But we are recovering well and will be fit soon.
— Ott Tänak (@OttTanak) January 24, 2020
পড়ুন-আগামিকাল সরস্বতী পুজোয় বৃষ্টি কি সত্যিই হবে? স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস
হাড় হিম করা দুর্ঘটনার সেই ভিডিয়ো টুইট করেছেন চালক ওট টানাক। দেখা যাচ্ছে দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে আসছেন ওট টানাক ও তাঁর সহযোগী চালক মার্টিন জারভোয়েজা। টানাক টুইট করেছেন এরকম একটা ঘটনা ঘটল আজ সকালে। খুব শীঘ্রই আমরা ফিট হয়ে যাব।
ওট টানাক যা-ই বলুন না কেন, এরকম এক দুর্ঘটনা থেকে যে বাঁচা যায় তা চোখে দেখলে বিশ্বাস করা যায় না।