Sialkot Explosion: শিয়ালকোটে পাক সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ, কারণ ঘিরে ধোঁয়াশা
পাক সেনার জনসংযোগ বিভাগের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঠিক সময়ে আগুন নেভানোর চেষ্টা হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি
নিজস্ব প্রতিবেদন: একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল শিয়ালকোটে পাক সেনা ঘাঁটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূরের এলাকাও কেঁপে ওঠে ওই বিস্ফোরণে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণ ও আগুনের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। বিস্ফোরণের শব্দ শোনা যায় পঞ্জাব প্রদেশ থেকেও।
কীভাবে ওই বিস্ফোরণ? পাক সেনার তরফে জানানো হয়েছে, অস্ত্র মজুত রাখার গোডাউনে আগুন লেগে ওই বিস্ফোরণ ঘটে যায়। ভেতরে অস্ত্র মজুত থাকার জন্য একের পর এক বিস্ফোরণ হতে থাকে। মূল শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগে যায়।
Huge fire at Pakistan Sialkot ordinance depot. Resultant explosion and ongoing blasts since 6 AM mrg PST...
Pakistan Army Depot in Bhalan Wala, Sialkot.
No Official Reason given so far, ground sources say pic.twitter.com/0BzeAuQc3Z
— WION (@WIONews) March 20, 2022
পাক সেনার জনসংযোগ বিভাগের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঠিক সময়ে আগুন নেভানোর চেষ্টা হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। কোনও প্রাণহানি হয়নি। বেশি ক্ষয়ক্ষতিও হয়নি।
আরও পড়ুন-Acid Attack: বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছাড়ার কথা বলতেই অ্যাসিড হামলা, গ্রেফতার প্রেমিক