মিশরে জয়ী মুসলিম ব্রাদারহুড
মিশরে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মহম্মদ মুর্সি। হোসনি মুবারকের ঘনিষ্ঠ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিককে হারিয়ে দিয়েছেন তিনি। তবে, জয়ের ব্যবধান খুবই সামান্য। মহম্মদ মুর্সি ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন। আহমেদ শফিক পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।
মিশরে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মহম্মদ মুর্সি। হোসনি মুবারকের ঘনিষ্ঠ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিককে হারিয়ে দিয়েছেন তিনি। তবে, জয়ের ব্যবধান খুবই সামান্য। মহম্মদ মুর্সি ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন। আহমেদ শফিক পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।
ভোটের ফল ঘোষণার অনেক আগেই রাজধানী কায়রোর তাহরির স্কোয়াডে জড়ো হন ব্রাদারহুড সমর্থকরা। মুর্সির জয়ের খবর আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।
গণ্ডগোলের আশঙ্কায় রবিবার সকাল থেকেই অঘোষিত বন্ধের চেহারা নিয়েছিল কায়রো। বহু জায়গাতেই খোলেনি দোকানপাট। দিনভর শহরের রাস্তায় টহল দেয় সেনাবাহিনী।
মুবারক জমানার পতনের পর চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ প্রথম মিশরে গণতান্ত্রিক পথে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন মিলিটারি কাউন্সিল পয়লা জুলাইয়ের মধ্যে অসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি তাঁরা পার্লিয়ামেন্ট ভেঙে দেয়। হোসনি মুবারকের অপসারণের পর গত জানুয়ারিতে মিশরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মুসলিম ব্রাদারহুড।
তবে এই জয়ের পরেও, মিলিটারি কাউন্সিল ক্ষমতা ধরে রাখায় মিশরের নতুন রাষ্ট্রপতি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।