আফ্রিকার প্রথম দেশ হিসাবে নামিবিয়ায় ভোট হবে ইভিএমে

আফ্রিকার প্রথম দেশ হিসাবে নামিবিয়ায় ভোটগ্রহণ হতে চলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভারতে তৈরি এই ইভিএমে নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তবে বিরোধী দলেরা একেবারে শেষ মুহূর্তে ইভিএমে ভোট নেওয়ার আপত্তি জানিয়ে কোর্টের দ্বারস্থ হওয়ায় নির্বাচন পিছিয়ে যেতে চলেছে।

Updated By: Nov 26, 2014, 04:39 PM IST
আফ্রিকার প্রথম দেশ হিসাবে নামিবিয়ায় ভোট হবে ইভিএমে

ওয়েব ডেস্ক: আফ্রিকার প্রথম দেশ হিসাবে নামিবিয়ায় ভোটগ্রহণ হতে চলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভারতে তৈরি এই ইভিএমে নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তবে বিরোধী দলেরা একেবারে শেষ মুহূর্তে ইভিএমে ভোট নেওয়ার আপত্তি জানিয়ে কোর্টের দ্বারস্থ হওয়ায় নির্বাচন পিছিয়ে যেতে চলেছে।

দেশের বিরোধী দলগুলির দাবি, এতে কারচুপি ও রিগিং বাড়বে। তবে সব সমস্যা মিটিয়ে ইভিএমে ফেব্রুয়ারির মধ্যে ভোট করার ব্যাপারে আশাবাদী সব পক্ষই। তাহলে ৯৬ সদস্যের পার্লামেন্টে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে। প্রায় ১২ লক্ষ ভোটার চার হাজার ইলেকট্রনিক ভোটিং স্টেশনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

.