ইস্ট এশিয়া সামিটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর

ওয়েব ডেস্ক: মালয়েশিয়ায় ইস্ট এশিয়া সামিট নিয়ে নরেন্দ্র মোদী সকাল থেকে একের পর এক টুইট করে চলেছেন। তাঁর সফর কর্মসূচীতে রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি উন্মোচন ও  বিকেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় যোগদান।  

এছাড়াও নরেন্দ্র মোদী, সন্ত্রাস রুখতে এশীয় দেশগুলিকে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করাতে টুইটে বার্তা দেন। সন্ত্রাসবাদ ছাড়াও মোদী স্মরণ করিয়ে দেন বৈদেশিক ও অভ্যন্তরীণ বিনিয়োগে ভারত সবথেকে বড় সহযোগী দেশ। ক্ষমতা আসার ১৮ মাস পর বিনিয়োগ বেড়েছে। আগের থেকে অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়েছে। বিনিয়োগে সবথেকে বড় বাজার হতে চলেছে ভারত এই বার্তাই পৌঁছে দেন ইস্ট এশিয়া সামিটে।

English Title: 
Narendra Modi at East Asia Sumit
News Source: 
Home Title: 

ইস্ট এশিয়া সামিটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর

ইস্ট এশিয়া সামিটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর
Yes
Is Blog?: 
No