দামাদ, দুর্নীতি জড়িয়ে সান হোসেতে মোদীর বক্তৃতা

সান হোসেতে এদিকে যেমন নিজের সরকারের কাজের কথা বললেন, অন্যদিকে তেমন ইউপিএ জমানার কেলেঙ্কারির নিয়ে গান্ধী পরিবারকে ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউপিএ জমানার দুর্নীতি নিয়ে সান হোসেতে দাঁড়িয়ে প্রবাসী ভারতীয়দের সামনে মোদী বললেন, ''আমাদের দেশে রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। কেউ ৫০ কোটি টাকা, কারও ছেলে ২৫০ কোটি টাকা, কারও মেয়ে ৫০০ কোটি টাকা, কারও জামাই ১০০০ কোটি টাকা চুরি করছে।'' জামাইয়ের কথা মুখে এনে মোদী যে কার কথা বললেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Updated By: Sep 28, 2015, 03:42 PM IST
দামাদ, দুর্নীতি জড়িয়ে সান হোসেতে মোদীর বক্তৃতা
ছবি-ফেসবুক থেকে।

ওয়েব ডেস্ক: সান হোসেতে এদিকে যেমন নিজের সরকারের কাজের কথা বললেন, অন্যদিকে তেমন ইউপিএ জমানার কেলেঙ্কারির নিয়ে গান্ধী পরিবারকে ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউপিএ জমানার দুর্নীতি নিয়ে সান হোসেতে দাঁড়িয়ে প্রবাসী ভারতীয়দের সামনে মোদী বললেন, ''আমাদের দেশে রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। কেউ ৫০ কোটি টাকা, কারও ছেলে ২৫০ কোটি টাকা, কারও মেয়ে ৫০০ কোটি টাকা, কারও জামাই ১০০০ কোটি টাকা চুরি করছে।'' জামাইয়ের কথা মুখে এনে মোদী যে কার কথা বললেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠছে ঘুরিয়ে সে কথাই মোদী বললেন। কথাগুলো বলার সময় দামাদ কথাটায় জোর দেন। তখন উপস্থিত দর্শকরা হাসিতে মেতে ওঠেন। এরপর মোদী বলেন, ''এত দুর্নীতির কথা শুনে আপনি কি রেগে যান না? আমার দেশবাসী, আমি আপনাদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার বিরুদ্ধে কি এমন কোনও দুর্নীতির অভিযোগ আছে?'' হলে উপস্থিত দর্শকরা তখন 'না' বলে প্রশ্নের জবাব দেন।  একই সঙ্গে মোদী দাবি করেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তিনি বা তাঁর কোনও মন্ত্রী দুর্নীতি করেন না, বা দুর্নীতির সঙ্গে আপোষ করেন না।

.