প্লুটোর চাঁদ শ্যারনের ছবি দেখে 'চাঁদের হাসি' পৃথিবীর ঠোঁটে
আহা। বেশ বেশ! এ ছবি কি শুধুই ছবি? সৌরজগতের জ্ঞাত ইতিহাসে নবতম আবিষ্কার প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবির প্রেমে পড়েছে পৃথিবী। নাসার স্পেস ক্রাফট নিউ হরিজনে ধরা পড়ল প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবি। সেই ছবির সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব।
ওয়েব ডেস্ক: আহা। বেশ বেশ! এ ছবি কি শুধুই ছবি? সৌরজগতের জ্ঞাত ইতিহাসে নবতম আবিষ্কার প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবির প্রেমে পড়েছে পৃথিবী। নাসার স্পেস ক্রাফট নিউ হরিজনে ধরা পড়ল প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবি। সেই ছবির সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব।
নাসার স্পেস ক্রাফট নিউ হরিজনের ক্যামেরা MVIC (/Multispectral Visual Imaging Camera) ফ্রেম বন্দি করেছে শ্যারনের গায়ের ওপরের লীলাভ ও লাল রঙের আভা। প্লুটোর মত বৈচিত্র শ্যারনে নেই। তবে উত্তর মেরু অঞ্চল শ্যারনের লাল রঙ সবচেয়ে আকর্ষণীয়। নাসা যার নামকরণ করছে মর্ডর দাগ (Mordor Macula)। শুধু শ্যারনের রঙই নয়, ছবিতে এমন কিছু চিহ্ন দেখা গিয়ছে যা দেখে নাসার বিজ্ঞানীরা মনে করছেন সেখানে কিছু দিন আগেই হয়ত কোনও রকম ভৌগলিক কার্যকলাপ হয়েছে। ওই চিহ্ন গুলো নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে নাসা।